স্পোর্টস রিপোর্টার :
গত শুক্রবার (২০ জানুয়ারি) কক্সবাজারে জেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে পেকুয়া জি.এম.সি ইনস্টিটিউটকে হারিয়ে একক ও দ্বৈত খেলায় জেলা চ্যাম্পিয়ন হয় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। এরই মধ্যদিয়ে দলটি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছলিম উল্লাহ’র সার্বিক নির্দেশনায় চকেউবি ব্যাডমিন্টন টিমের তত্ত্বাবধান করছেন মো. আনিসুজ্জামান।
টিম ম্যানেজার মো. আনিসুজ্জামান এ প্রতিবেদককে জানান, আজ সকালে বিভাগীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হবে। মূলত বিভাগীয় পর্যায়ে ভেন্যু স্থলে অংশগ্রহণেচ্ছু টিমের সরেজমিন উপস্থিতিভিত্তিক ম্যাচের টাই নির্ধারিত হবে। তিনি তার টিম কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
0 comments: