নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (চকরিয়া প্রবাসী ইউনিয়ন) এর ২য় বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা শনিবার (২৮ জানুয়ারি) সায়মা প্লাজা ভবনের ছাদে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মুবিনুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি সমিতির কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটেন।
এসময় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশে অবস্থানরত বিভিন্ন রাষ্ট্রের প্রবাসীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
0 comments: