সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে চকরিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : 

সুইডেনে উগ্রবাদী কর্তৃক প্রকাশ্যে কুরআন পোড়ানোর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

সোমবার (২৩ জানুয়ারি) কক্সবাজার জেলা ছাত্রশিবিরের ব্যানারে বিক্ষোভ মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা শহর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুরাদ ও কক্সবাজার জেলা সভাপতি মো. কফিল উদ্দিন। 

এতে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীসহ জেলা ও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সুইডেনে প্রকাশ্যে পবিত্র কুরআন পুড়িয়ে বিশ্ব মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমরা ঔদ্বত্বপূর্ণ এমন উস্কানিমূলক গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশ থেকে অবিলম্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: