নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ড চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় রোডস্থ পশ্চিম উত্তরে নিরিবিল আবাসিক রহমান মঞ্জিলে অবস্থিত মারকাযুল হিকমাহ মাদরাসা চকরিয়ার শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সবক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহদ্দারকাটা ইসলামিয়া আরবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাতব আবদুল্লাহ জাহাঙ্গীর। তিনি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক সবক প্রদান করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইব্রাহিম খলিল। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাকারিয়া কাতেবী।
এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মাদরাসার সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: