নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর মেধা পরীক্ষায় স্কুল বিভাগ চকরিয়া-লামায় প্রথম চ্যাম্পিয়ান হয়েছে চকরিয়ার কৃতী ছাত্রী মেহেজাবিন তারান্নুম নুসপা। সে কক্সবাজারের শ্রমিক নেতা চকরিয়ায় সাহারবিল ইউনিয়নের কৃতী সন্তান মামুনুর রশিদ মামুনের বড় মেয়ে।
শুক্রবার (১৩ জানুয়ারি) লামা মাতামুহুরি সরকারি কলেজে চকরিয়া ও লামা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এ মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখে চকরিয়া গ্রামার স্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী মেহেজাবিন তারান্নুম নুসপা।
কৃতী ছাত্রী নুসপা আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে অনুষ্ঠিতব্য "জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ " অংশগ্রহণ করবে। তার সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন পিতা শ্রমিক নেতা মামুনুর রশিদ মামুন।
0 comments: