নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২০২৩ মঙ্গলবার (১০ জানুয়ারি) মাদরাসার অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে শিক্ষক প্রতিনিধি (টি.আর) নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাহমুদুল হক, মুহাম্মদ এহছানুল হক ও মোঃ আবদুল লতিফ।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেকের সার্বিক তত্ত্বাবধানে সকল শিক্ষকদের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠানে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসার নজরুল ইসলাম।
এদিকে নির্বাচিত তিন শিক্ষকপ্রতিনিধিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মহল। অভিনন্দনদাতারা প্রতিষ্ঠানটির লেখাপড়ার মানোন্নয়নে তিন শিক্ষক প্রতিনিধির দূরদর্শী ভূমিকা প্রত্যাশা করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
0 comments: