নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় শুভ উদ্বোধন করা হয়েছে চকরিয়া ট্রাভেলস এজেন্টস এসোসিয়েশনের অফিস।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল দশটায় এ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এম.আর বিশ্ব সংযোগের স্বত্ত্বাধিকারী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সবুজ বাংলা ট্রাভেলস এজেন্সির মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান।
সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন চকরিয়া হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান ও এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলী জিন্নাহ।
সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম, আবাহা ওভারসিজ চকরিয়ার ফরিদুল আলম, মোঃ কুতুব উদ্দিন, হেফাজ উদ্দিন, আবদুল খালেক, আবুল কালাম, মুহাম্মদ আবদুর রউফ মনছুর, নেজাম উদ্দিন প্রমুখ।
সভা শেষে যোহরের নামায আদায়ের মাধ্যমে দোয়া মুনাজাত পরিচালনা করেন গালফ ট্রাভেলসের মালিক মুহাম্মদ জাফর আলম। পরে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্ন ভোজের খাবার পরিবেশন করা হয়।
0 comments: