নিজস্ব প্রতিবেদক :
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখা নির্বাচিত পাঁচজন নারীকে জয়িতা পুরস্কারে সম্মানিত করা হয়। তাদের হাতে স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রশাসনের স্টাফ ইশফাতুল ইসলাম।
0 comments: