চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পাদক পদে মোস্তাফা আলীমের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর প্রথমবারের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সফল সাংগঠনিক সম্পাদক মোস্তাফা মোঃ আলীম উল্লাহ। 

বুধবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় প্রার্থীর পিতা হাবিবুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মোস্তাফা আলীম সৌদি আরব শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।  


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: