নিজস্ব প্রতিবেদক :
সহকারী প্রোগ্রামার মিলটন দাশের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুজ্জামান দিপু।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা জীবিত বুদ্ধিজীবীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আমির হোসেন।
0 comments: