নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় ডেঙ্গুতে মারা গেছে সাইফুল ইসলাম খোকন (৩৬) নামের এক যুবক। তিনি চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের উত্তর সিকদারপাড়ার বাসিন্দা। সাইফুল ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ ডিসেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একইদিন রাত সাড়ে ৭টার দিকে এশার নামাযের পর লক্ষ্যারচর সিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সাইফুল ইসলাম খোকনের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
0 comments: