ইউসুফ বিন হোসাইন, চকরিয়া :
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিকাল ৩টায় খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে ক্রিড়া উন্নয়ন পরিষদের সভাপতি ছৈয়দ আলম কমিশনারের সভাপতিত্বে ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদীসহ ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে উদ্বোধনী খেলায় উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর হাতে গড়া ক্রীড়া সংগঠন শেখ জামাল ফুটবল ক্লাব চকরিয়ার মুখোমুখি হচ্ছে হাটহাজারী ফুটবল একাদশ চট্টগ্রাম। শেখ জামাল ক্লাবের সফলতা কামনায় সকল ভক্ত অনুরাগীদের দোয়া চেয়েছেন ক্লাবের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
0 comments: