নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের উচ্চতর অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা মো. কবির হোসাইন। এসময় উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমসহ মাদরাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি এবং শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত ও জীবিত বুদ্ধিজীবীদের দীর্ঘ হায়াত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: