নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার প্রসিদ্ধ শিক্ষপ্রতিষ্ঠান চকরিয়া গ্রামার স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী এম.এ কালাম ডিগ্রি কলেজের সাবেক উপাধাক্ষ্য বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ।
এসময় চকরিয়া এডুকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যাপক আজম খান চৌধুরী, সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসয়ী আলহাজ্ব আনোয়ার হোছাইন, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ শামসুল হুদা, সদস্য মঞ্জুরুল কাদেরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: