নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এরআগে র্যালি কার্যক্রম থেকে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অধ্যক্ষ মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মনজুরুল কাদের টুক্কু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক আশরাফুল এহছান ও ইতিহাস বিভাগের অধ্যাপক আবু উবাইদা।
এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবির হোসাইন।
0 comments: