নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরিফুল ইসলাম নিশু নামে গুরুতর আহত এক শিক্ষার্থী। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিশু রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থী।
উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়ার বাসিন্দা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ও নিশু এন্টারপ্রাইজের মালিক নেজাম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম নিশু ওইদিন বিকালে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুমূর্ষ নিশু সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
0 comments: