নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৭ থেকে ২২ ডিসেম্বর'২০২২ইং উপলক্ষ্যে এডভোকেসি সভা মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলার মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও চিরিংগা ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুল জব্বার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারহান তাজিম, উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল আলম প্রমুখ ব্যক্তিবর্গ।
এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
0 comments: