নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার স্থানান্তরিত নতুন অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ডিসেম্বর) বিকাল ৩টায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
ইফা চকরিয়ার সুপারভাইজার মো. আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে ইফার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল হোসাইন নূরী। এরআগে ইফা চকরিয়ার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুপারভাইজার মো. আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
0 comments: