নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তিসহ সম্মাননা ক্রেস্ট পেয়েছে পুলিশ কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার ছেলে অভিষেক বড়ুয়া। শনিবার (৩ডিসেম্বর) ঢাকা রাজারবাগ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২।
এতে মেধাবী শিক্ষার্থী অভিষেক বড়ুয়ার হাতে মেধাবৃত্তিসহ “একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড” তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)।
উল্লেখ্য, চকরিয়া থানার সাবেক ওসি চৌকস পুলিশ কর্মকর্তা রনজিত বড়ুয়া ও শেলী বড়ুয়া দম্পতির ছেলে অভিষেক বড়ুয়া চট্টগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সিতে গোল্ডেন জিপিএ-৫ এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এস.এস.সিতে জিপিএ-৫ পেয়ে কৃতীত্বের সাক্ষর রাখে।
মেধাবি শিক্ষার্থী অভিষেক বড়ুয়ার পিতা পুলিশ কর্মকর্তা ওসি রনজিত বড়ুয়া কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থানা, কক্সবাজার মডেল থানা, চকরিয়া থানা, ফেনী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সর্বশেষ বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এপিবিএন ঢাকাতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা গোয়েন্দা বিভাগে ওসি হিসেবে কর্মরত আছেন।
এদিকে পুলিশ কর্মকর্তা রনজিত বড়ুয়া তার ছেলে অভিষেক বড়ুয়ার কৃতীত্বপূর্ণ অসাধারণ সাফল্যে মহান স্রষ্টার নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। একইসাথে সফলতার এ ধারা অব্যাহত রাখতে সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেন তিনি।
0 comments: