নিজস্ব প্রতিবেদক :
৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের কৃতী খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষ।
রোববার (২০ নভেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মিলটন দাশ, বিশিষ্ট রাজনীতিবিদ জামাল উদ্দিন জয়নাল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব সাহাব উদ্দিন কন্ট্রাক্টরসহ শিক্ষানুরাগি বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
0 comments: