নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপজেলা পরিষদের নতুন ভবন চত্বরে শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
পরে চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মো. নোমান শিবলীর পবিত্র কুরআন তেলাওয়াত ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র টিটুর গীতা পাঠের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া। এতে অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা।
এসময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারহান তাজীম, উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাকেরা শরীফ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ মেলার ২৫টি স্টলে অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কৃত বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন।
0 comments: