নিজস্ব প্রতিবেদক :
সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, এসিল্যান্ড মোঃ রাহাতুজ্জামান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারহান তাজিম প্রমুখ।
অতিথির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন সমিতির সভাপতি মোঃ মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী সমবায় অফিসার মোঃ আবু তাহের।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, সমিতির সদস্যদের জীবন যাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতিকে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মনোনীত করা হয়। এরই অংশ হিসেবে শনিবার সমিতির সভাপতি মোঃ মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।
0 comments: