নিজস্ব প্রতিবেদক :
সূত্রে জানা গেছে, এ কেন্দ্রের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ৫৬২জন। তন্মধ্যে ছাত্র রয়েছে ২৫৭জন ও ছাত্রী রয়েছে ৩০৫জন। এতে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪০জন। তন্মধ্যে অনুপস্থিত ছিলো ৪জন ছাত্র ও ১৮জন ছাত্রীসহ ২২জন পরীক্ষার্থী।
কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমজাদ হোসেন।
কেন্দ্র সচিব চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সকাল এগারোটায় শুরু হওয়া আলিম পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে শান্তিপূর্ণভাবে। পরীক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকী পরীক্ষাগুলোও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
0 comments: