নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াডে (কুইজ) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক রহমান মুরাদ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় এ সফলতা অর্জন করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থী মুরাদের হাতে চ্যাম্পিয়ন পুরস্কারটি তুলে দেন।
এদিকে চকরিয়া উপজেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়ার্ডে চ্যাম্পিয়ন হওয়ায় শিক্ষার্থী মুরাদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ ও প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম।
0 comments: