নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. ইলিয়াছ সাঈদীর আয়োজনে ইসলামনগরে জাফর আলম এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৫নভেম্বর বিকাল চারটায় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় খিলছাদক নুর মজিদ ফাউন্ডেশনকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভার রাহাত স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে বিশিষ্ট ক্রীড়ানুরাগি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু মুছা।
খেলার আয়োজক প্যানেল চেয়ারম্যান মো. ইলিয়াছ সাঈদীর সার্বিক ব্যবস্থাপনায় হাজারো দর্শকে উপস্থিতিতে এ খেলায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: