নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৩০) নামের এক টমটম চালক নিহত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ড দিগরপানখালী এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে। সংসার জীবনে সে দুই কন্যা সন্তানের জনক।
স্থানীয় সূত্রে প্রকাশ, দুর্ঘটনার পর গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে মুমূর্ষ রেজাউল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
0 comments: