নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় দীর্ঘদিন ধরে হারবাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সফল কবিরাজের স্বীকৃতি স্বরূপ ভারত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন চকরিয়া পৌরশহরের প্রসিদ্ধ ইউনানী প্রতিষ্ঠান চকরিয়া ঔষুধালয় হারবাল সেন্টারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ফজল করিম চৌধুরী।
গত ২৩নভেম্বর (বুধবার) ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের ব্যানারে ভারতের বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট কোলকাতার মহাবোধি সোসাইটি মিলনায়তনে ইন্ডিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই বাংলার মিলন মেলা-২০২২ এর বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ সম্মাননা পুরস্কার লাভ করেন। দুই বাংলার অসংখ্য গুণীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ প্রতিষ্ঠান। এতে সেখানকার পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের মন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা চকরিয়া পৌর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য কবিরাজ ফজল করিম নিজ এলাকায় একজন নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
এদিকে ভারতে হারবালের সফল চিকিৎসকের সম্মাননা পুরস্কার লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা সেবায় সফলতার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।
0 comments: