নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের মহেশখালী উপজেলার ইউনুছখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযুদ্ধের সংগঠক আখতার আহমদের নামাযে জানাযা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় কক্সবাজার সরকারি পলিটেকনিক কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিশাল জানাযার ইমামতি করেন চকরিয়ার বদরখালী ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল বশর।
মরহুমের ভাতিজা বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট মুহাম্মদ শওকত আলীর সঞ্চালনায় জানানাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, মরহুমের ভাইপো সাবেক পিপি এডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী, মরহুমের নাতি ধলঘাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, কালারমারছড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, বীর মুক্তিযুদ্ধা ধলঘাটা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, মরহুমের ছাত্র অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন, মহেশখালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোস্তাক আহমেদ ও মরহুমের বড় ছেলে কৃষিবিদ কাইছার উদ্দিন আহমেদ। এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, মাস্টার আখতার আহমদ (৭৮) গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে লিংকরোডস্থ কক্সবাজার সরকারি পলিটেকনিক কলেজ সংলগ্ন নিজবাসভবনে অবস্থায় ইন্তিকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বরেণ্য শিক্ষাবিদ আখতার আহমদ মহেশখালী উপজেলার ধলঘাটা উচ্চ বিদ্যালয়, মুহুরি ঘোনা সিনিয়র মাদরাসা, ধলঘাটায় সবকটা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বোপরি তিনি ধলঘাটা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন।
শিক্ষাবিদের লাশের পাশে জামায়াত নেতা হামিদ আযাদ :
মহেশখালীর বিশিষ্ট শিক্ষাবিদ আখতার আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে লাশ দেখতে কক্সবাজারের বাড়িতেই ছুটে গিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। জামায়াত নেতা হামিদ আযাদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা চেয়ে সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করেন। এসময় শ্রমিক কল্যাণের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জামায়াত নেতা আবু তাহের চৌধুরী, আবদুল্লাহ আল ফারুক ও জাকের আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: