নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় পবিত্র সীরাতুন্নবী (সঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২২ শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে বাছাইকৃত বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মুহাম্মদ শওকত আলী ও বিশিষ্ট ছাত্রনেতা আবদুল মজিদ।
তরুণ সংগঠক মোহাম্মদ আবু তালহার সভাপতিত্বে ও মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চকরিয়া উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় তিন শতাধিক ছাত্ররা অংশগ্রহণ করেন। এতে বিজয়ী শতজন ছাত্রের মাঝে ক্রেস্ট, গেঞ্জি, বই, কলম ও স্টিকারসহ রকমারি পুরস্কার বিতরণ করা হয়।
0 comments: