শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চকরিয়ার আয়োজনে চকরিয়া উপজেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফায়ার সপ্তাহ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর বারোটায় অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে স্টেশন কমান্ডার মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
এসময় স্টেশনের সাব অফিসার পঙ্কজ কুমার বড়ুয়াসহ ফায়ার সার্ভিস স্টেশনের বিভিন্ন পর্যায়ের দমকলকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিনিয়র ফায়ার ফাইটার বরনজীব বড়ুয়া।
0 comments: