শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
"উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদের নতুন ভবন চত্বরে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।
সোমবার (১৪ নভেম্বর) সকাল দশটায় বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। র্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশিষ্টজনদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে আলোচনা সভায় মিলিত হয়।
পরে ইউএনও জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো সরেজমিন ঘুরে ফিরে পরিদর্শন করেন।
এদিকে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৫টি স্টলে চকরিয়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও একাধিক বেসরকারি দপ্তর অংশগ্রহণ করে।
0 comments: