নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পারিচালনা করা হয়।
0 comments: