শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্সের পাশে শাহেদা কমপ্লেক্স ভবনের ইসলামী ব্যাংকের নীচে যাত্রা শুরু করেছে কক্সবাজার জেলার প্রথম শিশুদের সৃজনশীল নান্দনিক বিনোদন কেন্দ্র হৈচৈ কিডস পার্ক। উদ্বোধনের পর থেকে পার্কটি শিশুদের পদচারণা মুখরিত হয়ে উঠে। এ পাকর্টির পরিচালনায় রয়েছেন এমপি পুত্র তরুণ শিল্প উদ্যোক্তা তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও তরুণ স্থপতি আশরাফুল আরেফিন আসিফ।
শুক্রবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, শাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পার্কের অন্যতম মুখপাত্র তরুণ উদ্যোক্তা তানভীর আহমদ সিদ্দিকী তুহিন বলেন, দৃষ্টিনন্দন এ পার্কটি শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে প্রফুল্লতা এনে দিবে। আমরা সে দিকটায় খেয়াল রেখে শিশুদের জন্য বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ডিভাইসের সমন্বয়ে হৈচৈ নামে একটি সৃজনশীল নান্দনিক শিশু বিনোদন কেন্দ্র তথা কিডস পার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করি। যার ফলশ্রুতিতে উদ্বোধনের পরপরই উৎফুল্লচিত্তে এমন বিনোদনে অংশগ্রহণ করেছে অসংখ্য দর্শনার্থী শিশুরা। অন্যদিকে উদ্বোধনী দিবস হিসেবে এদিন ছিন্নমূল শিশুদেরও প্রবেশ টিকেট ফ্রি করার মাধ্যমে তাদেরকেও বিনামূল্যে বিনোদনে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়।
এদিকে পার্ক কর্তৃপক্ষ কয়েকটি ইলেকট্রিকেল রাইডস ছাড়া শিশুদের প্রবেশ টিকেটের মূল্য নির্ধারণ করেছে ১শত টাকা। উদ্বোধন উপলক্ষে বিশেষ অফারে নভেম্বর মাস পর্যন্ত সবকটি রাইডসসহ দুই ঘণ্টা প্যাকেজের প্রবেশ টিকেটের মূল্য রেখেছেন ২শত টাকা। তাছাড়া এক মাস মেয়াদি (পনেরো দিন) প্যাকেজের মূল্য ১৫শত টাকা রাখা হয়েছে বলে পার্ক সূত্র নিশ্চিত করে। হৈচৈ কিডস পার্কটি প্রতিদিন রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এখানে ইলেক্ট্রিক রাইডগুলোর মধ্যে রয়েছে- রেইসিং মোটরসাইকেল, মেরিগো রাউন্ড ও সুইং ট্যাংকার কার। উল্লেখযোগ্য অন্যান্য রাইডগুলোর মধ্যে রয়েছে –সকার বোর্ড, কিড্স ক্যারম বোর্ড, বাচ্চাদের ছোট ৮বল পুল বোর্ড, ফুসবল, বাউন্সি ক্যাসেল, জাম্প ও লাইন, বেশকয়েক ধরণের বল হাউস, কয়েক প্রকারের দোলনাসহ বাচ্চাদের রকমারি রাইডস। এছাড়াও পার্কের অভ্যন্তরে রয়েছে কিড্স শপ। যেখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, বিদেশি পুতুল, শিক্ষাসহায়ক সামগ্রি, দেশি-বিদেশি স্বাস্থ্যকর জুস, চকলেট, ওয়েফার ইত্যাদি। এতে পর্যায়ক্রমে বাচ্চাদের কাপড়- চোপড়, প্রসাধনী সামগ্রিসহ শিশুদের বিভিন্ন উপকরণ পাওয়া যাবে বলেও পার্ক সূত্র নিশ্চিত করে।
0 comments: