নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষ্যে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হকের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর চকরিয়ার কর্মকর্তা আবদুল মতিন।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং যুবকদের নিয়ে গঠিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: