নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কর্তন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) চকরিয়া পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল স্কুল মিলনায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।
এসময় তরুণ আওয়ামী লীগ নেতা তানভীর সিদ্দিকী তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ, সাধারণ সম্পাদক আকিত হোসেনসহ উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আনুষ্ঠানিকভাবে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাফর আলম এমপিসহ উপস্থিত নেতৃবৃন্দ।
0 comments: