চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি করেছে চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। শনিবার (২২অক্টোবর) “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ স্লোগানে র‌্যালিটি চকরিয়ার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খোকন কান্তি রুদ্র। 

এতে অতিথি ছিলেন হারবাং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিরাজ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহির আহাম্মদ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল আজাদ ও চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন। 

এসময় পরিবহন সেক্টরের পেকুয়ার শ্রমিক নেতা মো. আবু মুছা, আলীকদমের শ্রমিক নেতা মো. রফিক উদ্দিন, পেকুয়ার শ্রমিক নেতা মো. আফছার উদ্দিন ও মো. ইউনুছ মিয়াসহ চকরিয়ার বিভিন্ন মোটর শ্রমিকগণ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: