নিজস্ব প্রতিবেদক :
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ার বিএমচর বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসার আয়োজনে পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস-২০২২।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবির হোসাইনের নির্দেশনায় ও উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমের সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 comments: