জাতীয়ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলো চকরিয়ার আলমগীর রানা

নিজস্ব প্রতিবেদক : 

শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে সাংগঠনিক দক্ষতায় সেরা হওয়ায় জাতীয়ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার (ল্যাপটপ) পেয়েছেন শেখ রাসেল জাতীয়-শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আলমগীর রানা।   

গত মঙ্গলবার (১৮ অক্টোবর) তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চকরিয়ার কৃতী সন্তান সাবেক ছাত্রনেতা আলমগীর রানাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে এ উপহার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।  

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে.এম শহিদ উল্যাহসহ সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: