শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ার বদরখালী চ্যানেলে নৌ পুলিশ ও কোস্ট গার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে বদরখালী ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা মো. ফারহান তাজিম, মেরিন ফিসারিজ কমকর্তা মোছাদ্দেকুল ইসলাম, ক্ষেত্র সহকারী সায়েফ উল্লাহ, ইনুমারেটর শাহেদুল মোস্তফা, কোস্ট গার্ডের কমান্ডার রুবেল ও নৌ পুলিশের প্রতিনিধি মো. নাছির।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মৎস্য আহরণের দায়ে ৩টি যান্ত্রিক নৌযান আটক করা হয়। তাছাড়া আহরিত মাছও জব্দ করা হয়।
পরে সংশ্লিষ্ট আইনে ৩টি বোটকে ২০হাজার টাকা করে ৬০হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছগুলো নিলামে বিক্রি করে দেয়া হয়। সংশ্লিষ্ট প্রশাসন যার বিক্রিত মূল্য পেয়েছেন ১লাখ ৩৩হাজার টাকা।
0 comments: