নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মছুদুল হক প্রকাশ মধু ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। একই রোগে গুরুতর আক্রান্ত হলে বুধবার রাতে চট্টগ্রাম নিয়ে যান পরিবার।
সেখানে তাকে রাখা হয় আইসিইউতে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়ার বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগি সাবেক কাউন্সিলর মছুদুল হক মধু মরহুম মোজাম্মেল হক কমিশনারের ছোটভাই।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় আছরের নামাযের পরে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
0 comments: