নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম বুলবুলের স্মরণে শোকসভা ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টুর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, “কোন লোভ জাহাঙ্গীর বুলবুলকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি”। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষীত নেতা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আদর্শিক পিতা বঙ্গবন্ধুর রাজনীতিকে মানুষের কল্যাণে নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিতে জাহাঙ্গীর আলম বুলবুল ছিলেন নিবেদিত। ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা জাহাঙ্গীর বুলবুল ছিলেন আগাগোড়া একজন আদর্শিক নেতা। স্মরণ সভা থেকে জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম- মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন জিয়া, আমিনুর রশীদ দুলাল, আওয়ামী লীগ নেতা মাস্টার আবুল কালাম আজাদ, রোস্তম শাহরিয়ার, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে হোসাইন আরিফ, পরিবারের পক্ষে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল প্রমুখ ব্যক্তিবর্গ।
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: