নিজস্ব প্রতিবেদক :
ডেঙ্গুতে আক্রান্ত চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সফুর আলমকে চট্টগ্রাম পলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এরআগে চকরিয়া পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন।
এতে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম পলি হাসপাতালে স্থানান্তর করেন জেলা সদর হাসপাতোলের কর্তব্যরত চিকিৎসক। এদিকে তার পরিবার আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া্র বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আরিফ মাঈনুদ্দিন রাসেল। তিনি জানান, তার চট্টগ্রামে যাবতীয় চিকিৎসার দায়-দায়িত্ব নিচ্ছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা সফুর আলম সপ্তাহ খানেক আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন। এরপর ধীরে ধীরে অবনতি হতে থাকে তার শরীর।
0 comments: