নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ, র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
শনিবার (২২অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীটি জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
এছাড়া বিআরটিএ-এর সহকারী পরিচালক তীর্থ প্রতীম বড়ুয়া, নিসচা কক্সবাজার জেলা সভাপতি মো: জসিম উদ্দিন কিশোর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এসময় নিসচার নেতৃবৃন্দ, মোটরযান পরিদর্শক, মোটর ড্রাইভিং প্রশিক্ষক, যানবাহন মালিক, চালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
0 comments: