শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
খাগড়াছড়ি রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রামগড় ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে শেখ জামাল ফুটবল ক্লাব চকরিয়া চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
তিনি টুর্নামেন্টের বিজয়ীদল শেখ জামাল ফুটবল ক্লাবের চেয়ারম্যান কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর হাতে চ্যম্পিয়ন ট্রফি বিভিন্ন পুরস্কার তুলে দেন।
এসময় শেখ জামাল ফুটবল ক্লাবের কোচ নুরুল আবছার, টীম ম্যানেজার শওকত হোসেনসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: