শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের নিয়ে এক দোয়া মাহফিল বুধবার (২৬ অক্টোবর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও আলিম পরীক্ষার্থী হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ'র সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। এছাড়াও বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, সিনিয়র শিক্ষক এস.এম হেলাল উদ্দিন, ফজলে এলাহী বুলু, সহকারী শিক্ষক মুহাম্মদ হেলাল উদ্দিন, মিনহাজুল করিম প্রমুখ।
পরে আলিম পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন দোয়া মাহফিলের প্রধান অতিথি মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী।
0 comments: