শিল্পী মাঈনুদ্দিনের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

প্রবাল শিল্পী গোষ্ঠীর সদস্য শিল্পী মুহাম্মদ মাঈনুদ্দিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। 

পরিচালক মিনার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি পরিচালক বোরহান উদ্দিনের সঞ্চালনায় শিল্পী মাঈনুদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহছানুল হক, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, প্রবালের প্রতিষ্ঠাতা পরিচালক মুছা ইবনে হোসাইন বিপ্লব ও সাবেক সহকারী পরিচালক আবু তৈয়ব আজাদ।

এসময় উপস্থিত ছিলেন শেফায়েত হোসেন, মোবারক হোসাইন, ইয়াছিন আরফাত, শহিদুজ্জামান নাবিদ, মুরশেদ মিয়া, আসাদ বিন হোসাইন নাজাত, শিশু, কিশোর, সিনিয়র শিল্পী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে মরহুম শিল্পী মাঈনুদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: