শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া জমজম হাসপাতালের আয়োজনে উপজেলার চার শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা হাসপাতাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বুধবার (১২অক্টোবর) বায়োফার্মা, রেডিয়েন্ট ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির।
কর্মশালায় বক্তব্য রাখেন হাসপাতালের প্রসূতি-স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও আবাসিক সার্জন ডাঃ মোঃ ফয়জুর রহমান, লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র কনসালটেন্ট প্রসূতি-স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ নাছিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, পল্লী চিকিৎসক সমিতি চকরিয়া উপজেলা সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, পল্লী চিকিৎসক নেতা জামাল উদ্দিন প্রমুখ।
এসময় চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, জমজম হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পরিচালক (প্রশাসন) রিয়াজ মোঃ রফিক সিদ্দিকী, পরিচালক (অর্থ) এহসানুল আনোয়ার, পরিচালক জি.এম রোকন উদ্দিনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
0 comments: