নিজস্ব প্রতিবেদক :
“পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদন ও ব্যবসা জোরদারকরণ কর্মসূচি” শীর্ষক চকরিয়া উপজেলা পর্যায়ে এডভোকেসি কর্মশালা মোহনা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল এগারোটায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিসিক কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ জাফর ইকবাল ভূঁইয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম নাছিম হোসেন।
শুরুতে তথ্যভিত্তিক প্রাতিষ্ঠানিক কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের ম্যানেজার রঞ্জন কান্তি পন্ডিত।
এসময় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, বিভিন্ন লবণ কেন্দ্রিক মিল মালিক ও চাষি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: