রপ্তানিযোগ্য শুটকি-বালাচাও উৎপাদনে ৪০নারী উদ্যোক্তাকে কক্সবাজার শপ ডটকমের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : 

নিরাপদ শুটকি উৎপাদনে ব্যাপক সাড়া জাগিয়েছে কক্সবাজার শপ ডটকম। শুধু তাই নয়, উৎপাদিত শুটকি থেকে বালাচাও তৈরিতে এগিয়ে আসা ৪০ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণও প্রদান করেছে। পাশাপাশি আরো ৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণসহ সরঞ্জামাদি সরবরাহ করেন।

বুধবার ১৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে কক্সবাজার শপ ডটকমের উদ্যোগে আয়োজিত 'প্রজেক্ট লার্নিং, শেয়ারিং এন্ড ক্লোজআউট ওয়ার্কশপে এসব তথ্য জানানো হয়। শুরুতে ওয়ার্কশপের উদ্বোধন করেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এম. বদরুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার ডটকমের প্রোপাইটর লিটন দেবনাথ। তিনি জানান, শুধুমাত্র শুটকি উৎপাদনে নয়। তার প্রতিষ্ঠান কাস্টমার সচেতনতা, পুষ্টি বিষয়ক অনুষ্ঠানসহ মৎস্য সপ্তাহেরও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি জানান, তাদের উৎপাদিত ১০০ ভাগ নিরাপদ এবং বিষমুক্ত শুটকি কক্সবাজারকে দেশব্যাপী নতুন করে পরিচিতি দিয়েছে। সরকারিভাবে নিবন্ধন পেলে তাদের উৎপাদিত শুটকি ও বালাচাও রপ্তানির সুযোগ তৈরি হবে।

জোন অফ রেজিলিয়েন্স কোঅর্ডিনেটর এসএম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট কক্সবাজার জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড ফিশ'র অ্যাকোয়াকালচার স্পেশালিষ্ট ড. আবদুল বাতেন ভুঁইয়া। ইউএস এইডের অর্থায়নে ওয়ার্ড ফিশের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার প্রজেক্টের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুটকি উৎপাদনকারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, উদ্যোক্তা, সংবাদকর্মীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: