নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ভেওলা মানিকচর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব বদিউল আলম চেয়ারম্যান। তিনি এবারসহ ৪র্থ বারের মতো সভাপতি নির্বাচিত হন।
আলহাজ্ব বদিউল আলম বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হিসেবেও সততা ও নিষ্ঠার সাথে জনপ্রতিনিধিত্ব করেন। তিনি বর্তমানে বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় স্কুলের ৬ জন অভিভাবক সদস্য, ২ জন শিক্ষক প্রতিনিধি সদস্য, একজন দাতা সদস্য ও একজন সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে টানা চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়। এতে আমজাদ হোছাইন, মুহাম্মদ শাহাব উদ্দিন বিএ, শাহাজাহান মনির সদস্য নির্বাচিত হয়। এদিকে টানা চারবারের নির্বাচিত সভাপতি বদিউল আলম চেয়ারম্যান বলেন, গত ৩ বছর ধরে বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছি। চেষ্টা করে যাচ্ছি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায়। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ দায়িত্ব পালনে কাজ করে যাবার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
0 comments: